শিক্ষাগুরু মহান মানুষ ছড়ায় সদা আলো
সেই আলোতে আমরা সবে হয়ে যাব ভালো।
শেখায় পড়া, শেখায় আদব, শেখায় নানান কিছু
শিখে শিখে গড়ব জীবন হব মহান কিছু।
জ্ঞানের আলো ছড়াই যেন মহান গুরুর মতো
ঘুচতে যেন পারি মোরা আঁধার আছে যত।
# রচনা: ২৬.০৭.২০২১ খ্রি.