মায়াবিনী হে ললিতা
তোমায় কত নামে ডাকি,
তবরূপ ছবিখানি
মাধুর্য রূপে আঁকি।
তুমি যে এক মায়াবিনী
সুন্দরের প্রতিচ্ছবি,
একেলা মনে তব কবিতা
লিখছি আমি কবি।
মায়াবিনী হে ললিতা
মিষ্টি তব কথা,
হারিয়ে যায় হৃদয় হতে
শতশত ব্যথা।
আঁখিদ্বয় কাজল কালো, যেন দু'টি পাতায়
মেশানো রাতের গভীর কালো,
তাই তো হে মায়াবিনী তোমায়
লাগে এত ভালো।
তব মাথায় চুলগুলো দোলায়
যেন দক্ষিণা বাতাসে ধান্য পাতার মতো,
শাপলা, গোলাপ, রজনী উপমা দেব কীসে?
সবই তব পানে হবে নত।
দেখলে তোমায় হতে আঁখিদ্বয়
মোর দৃষ্টি সরে না,
তব মতো এরূপ মায়াবিনী রমণী
হয়তো কোথাও পাব না।