দেখেছি প্রথম সেদিন তোমায়
কলেজে এসে,
পরিচয় দিয়েছিলে তুমি
শুধু একটু হেসে।
তোমার সেদিনের হাসি যেন ছিল
স্বপ্নের মহারাণীর মত,
মুহূর্তের ভেতর মুছে গেল
মনের দুঃখ যত।
এসে ক্লাসে তুমি বসেছিলে
একটু পাশে,
সেই দৃশ্যটা এখনো
দু'চোখের পাতায় ভাসে।
কিছুক্ষণের জন্য তাকিয়েছি
আমি তোমারই পানে,
ততক্ষণে আমি হারিয়ে গিয়েছিলাম
এক স্বপ্নেরই ভুবনে ।
সেদিন দেখেছিলাম তোমার
দু'চোখে নতুন এক ছবি,
হয়তো সেদিনই উদিত হয়েছিল
প্রেমের নতুন এক রবি।
দেখেছিলাম দু'চোখে তোমার
বিশালতার ছায়া,
তোমার প্রতি আমার সৃজিত
হয়েছে গভীর মায়া।