বাংলাদেশে জন্ম আমার
বাংলা মাতৃভাষা,
এ ভাষাতে কথা বলে
মিটে মনের আশা।

ভাষার তরে রক্ত দিল
বাংলার দামাল ছেলে,
এ ভাষাতে আশা মেটায়
কামার, কুমোর, জেলে।

# লেখা : ২২/১০/২০২২ খ্রি.।