মুসলিম জাতির শ্রেষ্ঠ সময় মাহে রমজান মাসটি
প্রভু তুমি মোদের তরে দিও একটু দৃষ্টি।
রমজান মাসে মোদের তুমি করে দিও ক্ষমা
আমলনামায় বেশি বেশি আমল কর জমা।
তোমার নামে গানে গানে ছড়াই সুরের মেলা
তোমার নামটি জপে জপে যেন কাটে বেলা।
রোজা রাখি, নামাজ পড়ি, সত্য কথা বলি
তোমার দেয়া পথটি ধরে শত বছর চলি।
রমজান মাসটি বড়ই দামি, গোনা মাফের সময়
বেশি বেশি আমল করে মোরা হবো যে জয়।