হেলাল হাফিজ তুমি আমার
মনের মতো কবি
শত শিল্পীর মনে আঁকা
তোমার কাব্যিক ছবি।
আমার কাব্যের খাতায় কবি
তুমি আছো মিশে
তোমার বাণী পড়লে আমি
হারায় ফেলি দিশে।
টাকা ছেড়ে মানুষ জমাও
জমাও মনের কথা
তোমার কাব্য পড়ে আমি
ভুলি অনেক ব্যথা।
জীবন তোমার সপে দিলে
প্রিয় কাব্যের মাঝে
মনের ভেতর কেমন যেন
তোমার কথা বাজে।
#রচনাকার - ০৪/০৯/২০২৪ ইং (৪০৬)।