ঐ দিনের তুলনায় এখন অনেক বেশি
বিধাতা তোমায় করেছে যুক্তিবাদী।
তুমি দুর্বার ঘাসের উপরে থাকা শিশির,
তুমি রসিক থেকে হয়েছো কাব্যরসিক।
তুমি পাথরের ক্ষত থেকে অগ্নির শিখা,
তুমি নিবু নিবু প্রদীপের আশার আলো।
তুমি অনেকের অসহায়ের মাঝে গল্পের-
খল সর তায় এনে দাও রসিকতা।
বন্ধু তোমার জন্মদিনের শুভেচ্ছা বার্তায় তোমার অগোচরে কিছু লিখলাম।
জানি এটা তোমার তুলনায় তুচ্ছ,
তবে ভালোবাসা ভরা এক নিষিদ্ধ বাক্য।
তুমি তোমার ভবিষ্যত লক্ষকে নির্ধারণ করে সেখানে পৌঁছাতে পারো এই কামনা করি।

আমার জন্মদিনে আমাকে নিয়ে লেখা বন্ধু সজিব খানের কবিতা।