জুবাইদা রোজ, সকাল-দুপুর
খেলায় মগ্ন থাকে
কোথায় আছে খেলা, মেলা
সেই খবরটাই রাখে।
লেখাপড়ায় মন বসেনা
মন বসে না কাজে
দিবা-নিশি মনের ভেতর
খেলাধুলাই বাজে।
দৌড়াদৌড়ি, লাফালাফি
সাইকেল নিয়ে ঘুরে
ইচ্ছে হলে মনের ভেতর
গায় গান সুরে সুরে।
#বই- ছোটদের ছড়া কবিতা চাঁদের বুড়ি #কবিতা নং- ৩৯৩।
#রচনাকাল-১২/১২/২০২৩ ইং।