শত কোটি বছর অপেক্ষার প্রহর গুনব
যদি বল আমায় ভালোবাস।
সহস্রকোটি মাইল মরুভূমির পথ পাদুকা বিহীন পায়ে পাড়ি দেব
যদি মম তরে একটুখানি হাসো।
আমি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেব অতি সহজেই
যদি তব কম্পিত পিঞ্জরের ভালোবাসা দাও,
আমি অন্ধকারের সহস্রকোটি বছরের পথ অতিক্রম করে
ছুটে আসব তব দ্বারে, যদি একটু ভরসা দাও
যদি একটু স্বপ্ন দাও, তবে স্বপ্ন কুড়াতে আমি মিল্কিওয়ে গ্যালাক্সির
১ লক্ষ ৩০ হাজার বছরের পথ চোখের পলকেই পাড়ি দেব,
যে ঠোঁটের নড়াচড়া মম হৃদয়ে কম্পিত ভালোবাসা সৃষ্টি হয়
সে ঠোঁটের আলিঙ্গনের স্বাদ আমি নেব।
যদি কথা দাও, তব পরশ-পাথর ঐ হাতের একটু পরশ দেবে
তবে মম যৌবন ধরে রাখব কোটি বছরের তরে,
যদি একটু আশ্বাস দাও, তবে তোমার প্রিয় জ্যোৎস্না রাতের
চাঁদের আলো কুড়াব মুষ্টি মুষ্টি ভরে।
তপ্ত দুপুরে তব লোভ করা সিক্ত তনুর সৌন্দর্য উপভোগ করতে
পলকহীন তাকাব বছরের পর বছর,
তোমার প্রেমের পরশ পেলে আমি বিদ্রোহী প্রেমিক হব
ভয় করব না, হোক যত ভয়ঙ্কর সমর।
যে সৃষ্টিকর্তা এত সুন্দর করে গড়েছেন তোমায়
প্রতিটি মোনাজাতে তার নিকট শুধু তোমাকেই চাই,
তোমার 'এক টুকরো ভালোবাসা' পাব তাই
প্রতিটি সূর্য উঠা হতে জ্যোত্স্না শেষব্ধি অপেক্ষা করে যাই......।