ফুটেছে কাননে ফুল রাশি রাশি,
ঐ ফুলের সুবাস যে বড্ড ভালোবাসি।
তোমার মুখের গোছালো কথা,
ভুলিয়ে দেয় মনের অসংখ্য ব্যথা।
সহস্রকোটি তারকার আলো দিয়ে তব ঐ চোখ গড়া,
যেমনি অজস্র সুন্দরে সৃষ্টি এই বসুন্ধরা।
অতিক্ষুদ্র কুয়াশার চাঁদর গায়ে পড়ন্ত গোধূলি বেলা,
করছে তব ঐ রূপলীলার তরঙ্গের উচ্ছ্বাসিত খেলা।
কাননে গাছের প্রতিটি পত্র দিচ্ছে মায়াবী দৃষ্টি তব পানে,
তব হাসিমাখা মুখে মুগ্ধতা লুকিয়ে আছে সকলে জানে।
শুভ কামনা তব তরে সুন্দর হোক আগামীর সব দিন,
সুন্দর সুন্দর স্মৃতিগুলো কখনো হবে না মূল্যহীন।
আকাশের মেঘপুঞ্জ হতে ঝড়ে পড়ে ঝিরঝিরে বৃষ্টি,
প্রকৃতির প্রতিটি জিনিস হয় নব রূপে সৃষ্টি।
কোটি বছরের আঁধার মিশিয়ে প্রভু গড়েছে তোমার কেশ,
যেমনি গড়েছে সুজলা-সুফলা আমাদের এই মায়াবী দেশ।
অধির প্রতিক্ষা তোমার তরে দেখব রাশি রাশি,
তোমার ঐ মুখের স্বর্গীয় 'এক টুকরো হাসি'।