এই একুশ সেই একুশ, রক্তঝরা একুশ
রফিক, শফিক, জব্বারের রক্তমাখা শোকাহত একুশ।
দুরন্ত মনে নির্ভীক হয়ে চলেছিল সেদিন এগিয়ে
রাষ্ট্র ভাষা বাংলা হবে, আনব এবার ছিনিয়ে
মায়ের ভাষা, বোনের ভাষা যায় না যেন হারিয়ে।
এই একুশ সেই একুশ, ৫২'র রক্তঝরা একুশ।
ভেঙেছে ওরা বাংলার স্বপ্ন, আশা
কেড়েও নিতে চায় বাংলা ভাষা ।
তাই বাংলার নওজোয়ানেরা দিয়েছে জীবন হেসে হেসে
এই বাংলা, ভাষা, মাটি, মা'কে ভালোবেসে ।
এই একুশ সেই একুশ,
বাংলা ভাষা ফিরিয়ে আনা একুশ, সোনালি স্বপ্নের একুশ।
বাঙালির সুখ-শান্তি কেড়ে নিয়েছে, শুধু দুঃখ-কষ্ট-বেদনা দিয়েছে।
নবপ্রজন্মের মানবেরা দেখ ইতিহাসের পাতায়
তেজি বাঙালি কেমনে এনেছিল বিজয়?
এই একুশ সেই একুশ-রক্তঝরা একুশ।
এই ভাষা সেই ভাষা,
রক্তের বিনিময়ে পাওয়া ভাষা।
এই ভাষা সেই ভাষা গানের ভাষা।
এই ভাষা সেই ভাষা ছন্দ-কবিতার ভাষা ।
এই ভাষা সেই ভাষা
আমার তোমার মায়ের ভাষা।
এই ভাষা বাঙালি বড্ড ভালোবাসি
এই ভাষা বাঙালির মুখের ফুটফুটে হাসি....।