খোকা-খুকু খেলতে যাবে
বাবা যাবে সাথে
বন্ধুর মতো পাশে রবে
হাতটি রাখবে হাতে।
সকাল বেলা খোকা-খুকু
বিদ্যালয়ে যাবে
মায়ের দেয়া নানা রকম
মজার খাবার খাবে।
মা আর বাবা ভালো হলে
সন্তান হবে ভালো
জগৎজুড়ে সন্তানেরা
ছড়াবে যে আলো।
আদব-কায়দা শিখবে সন্তান
মা ও বাবার থেকে
মনের ভেতর আদব-কায়দা
নিবে তারা এঁকে।
ছেলেমেয়ে ভালো হলে
মা-বাবার হয় সুনাম
জগৎজুড়ে মা ও বাবা
তবে পাবে যে দাম।
#রচনাকাল : ২৯/১০/২০২৪ (৪২০)