মীম আমাদের ছোট্ট বুড়ি
দেখতে ভারি মিষ্টি
বকলে তারে চক্ষু হতে
ঝরে পরে বৃষ্টি।
মজার মজার কথা বলে
মুখে মধু হাসি
শুভ্র দাতে হাসলে যেন
মুক্তো ঝরে রাশি।
মীমের মাথায় বুদ্ধি অনেক
চাঁদের বুড়ির মতো
কথা দিয়ে কাটবে কথা
হবে না সে নত।
#বই- ছোটদের ছড়া কবিতা চাঁদের বুড়ি #কবিতা নং- ৩৯২।
#রচনাকাল-১২/১২/২০২৩ ইং।