ছড়া বুড়ির ছড়া শুনে
খোকা-খুকি হাসে
ছড়া শুনে পাখপাখালি
গাছের ডালে বসে।
পাখি শোনে, গাছে শোনে
শোনে বনের পশু
আরও শোনে অবাক হয়ে
সরল ছেলে বসু।
এ গাঁয়েতে, ও গাঁয়েতে
বুড়ির কথা জানে
বুড়ির কথা সবাই অনেক
ভক্তি করে মানে।
#বই- ছোটদের ছড়া কবিতা চাঁদের বুড়ি #কবিতা নং- ৩৮৪।
#রচনাকাল-১১/১২/২০২৩ ইং।