হে নতুন বছর, তোমাকে সাদর সম্ভাষণ
তোমার তরে আজ আনন্দিত সবার মন,
পুরাতন বছর তুমি হলে ওগো শেষ
নতুন বছর তুমি আসলে দ্বারে, তোমায় স্বাগতম অশেষ।
গোলাপ রানী লাল গোলাপের শুভেচ্ছা তোমায় শতশত
নববর্ষে নবরূপে সাজ যেন থাকে অবিরত,
ঝরে পড়া গাছে পত্র যেমন নবরূপে জন্ম হয়
তেমনি প্রতিবার তুমি নবরূপে আসো ধরায়।
হে নতুন বছর, আমার লেখা সেরা কবিতা তুমি
তোমার তরে ঝলকিত হল আমার জন্মভূমি,
নবশিশু ভূমিষ্ট হলে আনন্দ বয়ে চলে অবিরাম
শত কবি শত কবিতায় তোমায় দিয়েছে শত নাম ।
নতুন বছরে ধরায় ছড়িয়েছে নতুন সূর্যের আলো
শপথ মোদের ধরা হতে দূর করব সকল কালো,
নতুনের দিনে চলো বন্ধু গাই নতুনের গান
যেন আনন্দে আনন্দে সকলের ভরে যায় প্রাণ।
তুচ্ছ তুচ্ছ রাগ, অভিমান আজ সব ভুলে যাই
কাছের মানুষগুলোকে যেন আরও আপন করে পাই,
অভিমানের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা ছড়াব আজ
সবাই হব ভালোবাসার মহারাণী মহারাজ।
নতুনের দিনে সবাই ভালো থাকব বেশ
মিলেমিশে মোরা গড়ব এই দেশ,
আজ থেকে চলো মোরা শপথ করে বলি
আমরা যেন সদা সর্বদা সত্য পথে চলি ।