কবিতা ও প্রেম

কবিতা ও প্রেম
প্রকাশনা যৌথ সংকলন
প্রকাশনী প্রিয় বাংলা প্রকাশন
সম্পাদক ইমতিয়াজ আহমেদ
প্রচ্ছদ শিল্পী এস এম জসিম ভূঁইয়া
প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ সংস্করণ ১ম
বিক্রয় মূল্য ২০০
বইটি কিনতে চাইলে এখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত বর্ণনা

বইটিতে আমার যে কবিতাগুলো আছে:::---

꧁•মায়াবী চোখ•꧂
~ বাবুল হাওলাদার
দু'টি মায়াবী চোখ দেখে হয়েছি পাগল
পড়ে না পলক,
সাত নূরীর মুক্তা দিয়ে চোখের মণি গড়েছে প্রভু
তব চোখ-রূপ চোখ দেখিনি আমি কভূ ।
তোমার ঐ চোখে স্বপ্নপূরীর স্বপন যেন ভাসে
তোমার ঐ অপরূপ চোখ মায়াবী হাসি হাসে,
তব চক্ষু নদীর চারপাশে পুষ্পকাননে ভরা
তুমি যেন প্রভুর মায়াময় হাতে গড়া।
মায়াবী ঐ চোখের দৃষ্টিকোণে ক'বার হারিয়েছি আমি
আমার স্বপ্নপুরী রাজ্যের রাণী তুমি, সবচেয়ে দামি
মেঘ নামছে ঐ দেখো, ঐ মেঘবালিকা তব কাছে নত
ঐ মেঘবালিকাও মায়াবী চোখের প্রশংসা করে শত !
কাজল মাখানো ঐ চোখে যেন রজনীর
এক ঝলক আলো-আঁধার করছে খেলা,
মায়াবী চোখের বৈচিত্র দেখে দেখে
কবির কেটে যায় বেলা ।
মধ্যযামিনীর হাসিমাখা চাঁদ, সেও পাগল
দেখে তোমার মায়বী চোখ, মায়াবী হাসি,
তুমি ভালোলাগার প্রথম প্রেমকুমারী
সত্যি বলছি, তোমায় বড্ড ভালোবাসি।

꧁•এক টুকরো ভালোবাসা•꧂
~ বাবুল হাওলাদার
শত কোটি বছর অপেক্ষার প্রহর গুনব
যদি বল আমায় ভালোবাস।
সহস্রকোটি মাইল মরুভূমির পথ পাদুকা বিহীন পায়ে পাড়ি দেব
যদি মম তরে একটুখানি হাসো।
আমি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেব অতি সহজেই
যদি তব কম্পিত পিঞ্জরের ভালোবাসা দাও,
আমি অন্ধকারের সহস্রকোটি বছরের পথ অতিক্রম করে
ছুটে আসব তব দ্বারে, যদি একটু ভরসা দাও
যদি একটু স্বপ্ন দাও, তবে স্বপ্ন কুড়াতে আমি মিল্কিওয়ে গ্যালাক্সির
১ লক্ষ ৩০ হাজার বছরের পথ চোখের পলকেই পাড়ি দেব,
যে ঠোঁটের নড়াচড়া মম হৃদয়ে কম্পিত ভালোবাসা সৃষ্টি হয়
সে ঠোঁটের আলিঙ্গনের স্বাদ আমি নেব।
যদি কথা দাও, তব পরশ-পাথর ঐ হাতের একটু পরশ দেবে
তবে মম যৌবন ধরে রাখব কোটি বছরের তরে,
যদি একটু আশ্বাস দাও, তবে তোমার প্রিয় জ্যোৎস্না রাতের
চাঁদের আলো কুড়াব মুষ্টি মুষ্টি ভরে।
তপ্ত দুপুরে তব লোভ করা সিক্ত তনুর সৌন্দর্য উপভোগ করতে
পলকহীন তাকাব বছরের পর বছর,
তোমার প্রেমের পরশ পেলে আমি বিদ্রোহী প্রেমিক হব
ভয় করব না, হোক যত ভয়ঙ্কর সমর।
যে সৃষ্টিকর্তা এত সুন্দর করে গড়েছেন তোমায়
প্রতিটি মোনাজাতে তার নিকট শুধু তোমাকেই চাই,
তোমার 'এক টুকরো ভালোবাসা' পাব তাই
প্রতিটি সূর্য উঠা হতে জ্যোত্স্না শেষব্ধি অপেক্ষা করে যাই......।

꧁•পিপাসিত প্রেম•꧂
~ বাবুল হাওলাদার
কোন একটা মূহুর্তে কেমন বদলে গেলাম
বদলে গেলো আমার জীবন,
মনের একটা আনন্দিত প্রাণ পেতে
কেমন উৎসুক, কেমন যেন লাজুক হলো মন ।
নিঝুম নিরালায় থাকতে ইচ্ছে জাগে ইচ্ছে জাগে
কল্পিত রমনীকে কিছু বলতে,
ইচ্ছে করে শূন্য সীমান্তের পথে দু'জনে
মহানন্দে পথ চলতে।
কেমন আকস্মিকভাবেই যেন ভালো লেগেছে
ভালোবেসেছি কখন বুঝতেই পারলাম না,
এক পিপাসিত প্রেম এসে ভর করেছে
কিন্তু কোনোভাবেই পিপাসা মিটছে না।
বারবার বলতে ইচ্ছে করে, বিশ্বাস করো.....
আমি তোমাকে অসম্ভব ভালোবাসি,
অধীর অপেক্ষায় থাকি শুধু দেখতে
তোমার মায়াবী মুখের হাসি।
আমি প্রকৃতি দেখতে ভুলে গিয়েছি
ভুলে গিয়েছি দেখতে জোৎস্না রাতে চাঁদের হাসি,
তোমায় দেখার পর ভুলে গিয়েছি
দেখতে পৃথিবীর সৌন্দর্য যত রাশি রাশি।
তিনটি শব্দে গড়া একটি গোছানো বাক্য
বলবো বলবো ভেবে কেটে গেলো ক'টি বছর,
নিভু নিভু প্রদীপ নিভে রজনী পোহালো
উঠলো সূর্য, হলো নতুন ভোর !


꧁•কাব্য ডায়েরি হাতে•꧂
~ বাবুল হাওলাদার
একটি কবিতা লিখবো
শিরোনাম কী হবে ভাবছি দিবারাতে,
অবশেষে ভাবনার সমাপ্তি করে
নাম দিলাম 'কাব্য ডায়েরি হাতে।
তারপর কী লিখবো আমি, খুঁজে পাই না
ভালোবাসি আমি কবিতা লিখতে,
কল্পনার আঙ্গিনায় ভালোবাসার স্নিগ্ধতা জড়িয়ে
আমার কল্পিত মানুষের ছবি আঁকতে।
আমার ভাবনা, মনের মানুষটি গভীর যামিনীতে
দোলনায় বসে দোল খেতে থাকবে,
আর পাশের শূন্য জায়গাটায় আমাকে বসিয়ে
ভালোবাসার সুরে ডাকবে।
এই ভালোবাসার কোমলতায়
ফুটে উঠবে বাগানের ফুলগুলি
গেয়ে উঠবে মধুর সুরে
গানের বুলবুলি।
পদ্মপাতার জলে লিখতে চেয়েছি নাম
লিখিনি মুছে যাবে বলে,
হৃদয়ের মাঝে যতন করে লিখেছি নাম
যেন হৃদয়ের কথা বলে।
কী বলবো... আকাশের বিশালতার মতো
আমি ভালোবাসি তোমায়,
কল্পিত রমনী, জানি না কবে তুমি
দেখা দিবে আমায় ।


꧁•কল্পনায় আকা ভালোবাসার ছবি•꧂
~ বাবুল হাওলাদার
কল্পনায় আমি এঁকেছি তোমার ছবি
হয়তো সে তুমি নয়,
তবুও সেই ছবিটার সাথে
আমার প্রতিনিয়তই কথা হয়।
তুমি হয়তো রাগ করতে পারো
রাগ করবে না মোর আঁকা ছবি,
তোমায় নিয়েই লিখে লিখে
আমি হয়েছি কবি।
কেউ দেখেনি, কেউ জানেনি ছবির সাথে
আমার কথা হয় রোজ,
প্রতিনিয়ত আমি যে
ছবিটার রাখি খোঁজ।
যেদিন মনে উদিত হয়েছে
প্রেমের প্রথম রবি,
সেদিন হতেই তুমি কল্পনায় আঁকা
ভালোবাসার ছবি।
হয়তো একদিন কেউ
রাখবে না আমায় মনে,
সেদিন স্মৃতির পাতায়
ছবিটি থাকবে যতনে ।
একদিন আমি পৃথিবী ছেড়ে
যাবো পরপারে,
সেদিন হয়তো আমার ছবিটি
ভালোবাসি তোমায় বলবে বারে বারে।
যে ছবিটি দেখে দেখে
জুড়ায় মনের আশা
এই ছবিটি আর কারো নয়
আমার ভালোবাসা ।

ভূমিকা

বইটিতে একঝাঁক তরুন; যারা কবিতা ভালোবাসেন, চর্চা করেন লিখতে, এমন সব কবিদের কবিতা রয়েছে। রয়েছে প্রেম-দ্রোহ, মানবতা জীবনমুখী, সমসাময়িক আবার আঞ্চলিক ভাষায় লেখা কবিতাও। ভুর-ক্রুটি ক্ষমা ও সুন্দর দৃৃষ্টিতে দেখবেন।

উৎসর্গ

বইটির সকল কবি'র প্রিয়জনদের।

কবিতা

এখানে কবিতা ও প্রেম বইয়ের ৫টি কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
কল্পনায় আকা ভালোবাসার ছবি
কাব্য ডায়েরি হাতে
পিপাসিত প্রেম
ভালোবাসা বড়ই কঠিন
মায়াবী চোখ