আমার পাশে ছিলি তুই সেই ছোটবেলা থেকে
মানুষ কতো এলো কতো গেলো জীবন থেকে
নতুন করে তোর মতো কেউ থাকেনি মম দুঃখেতে।

উদিত হয়েছিলি হয়তো আমার বন্ধু হবি তাই
লতাপুঞ্জের মতো পাশে ছিলি যেন রক্তের ভাই।
লাইটের  মতো জ্বালিয়েছিস তুই বন্ধুত্বের আলো
হয়তো কোনদিন বন্ধুত্ব মোদের হবে না এলোমেলো।

আমি প্রতিনিয়ত মনে করি ছেলেবেলার সেই কথা
মাঝে মাঝে স্মৃতিগুলো মনে হলে পাই অনেক ব্যথা
নদীর মতো প্রসারিত করে হৃদয়ে তোর স্মৃতি আঁকা।


#বই- কারণে অকারণে ভালোবাসি #কবিতা নং- ২৮৮।
# রচনাকাল-১৩.০৭.২০২১ খ্রি.।