বিজয় মানে মনে পড়ে
একাত্তরের কথা,
বিজয় মানে মনে বাজে
স্বাধীনতার ব্যথা।

বিজয় মানে রক্তে লেখা
মুক্তিযুদ্ধের গল্প,
বিজয় মানে ইতিহাসের
মূল্য নয়তো অল্প।

# রচনাকাল- ০২/১১/২০২১ খ্রি.।