কাজী নজরুল ইসলাম তুমি
সবার সেরা কবি
তাই তো মোরা তোমায় নিয়ে
আঁকি নানান ছবি।

প্রতিবাদে তোমার মাথা
ছিল অনেক উঁচু
তোমার চোখে সবাই সমান
নয়তো কেহ নিচু।


হিন্দু-মুসলিম সবাই মানুষ
গাইলে তুমি সে গান
জীবন-য -যুদ্ধে লড়লে একাই
রাখলে দেশের সম্মান।

দুখের কবি, প্রেমের কবি
সালাম তোমায় শত
তোমার মতোই লিখে যাব
আমি অবিরত।

বাংলা ভাষা ধন্য হল
তোমার কাব্যের জন্য
হে বিদ্রোহী, তোমার তরে
হলাম মোরা ধন্য।
  
# রচনা: ২০ মে ২০২১ খ্রি.