অপলক ভাবে দেখি তব মুখে হাসি
তোমার মুখের হাসি আমি ভালোবাসি।
তব অগোছালো দাঁতে যেন মুক্তা ঝরে
তাই দেখে মন মোর থাকে না যে ঘরে।
তোমায় এক পলক দেখতে ছুটে আসি
আমি বড্ড ভালোবাসি বাঁকা ঠোঁটের হাসি ।
বিধাতা দিয়েছে ঠোঁটে মেঘ কালো তিল
মহা উদার তোমার হৃদয় মঞ্জিল।
হৃদয় মঞ্জিলে আমি পেতে চাই ঠাঁই
তোমায় হারাতে আমি নাহি কভু চাই ।
আকাশের তারা তুমি জোসনার আলো
ওগো প্রিয়া তোমাকে যে বাসি খুব ভালো ।
অসম্ভব পুলকিত তব দুই আঁখি
যতনে হৃদয়ে আমি তব ছবি রাখি।