আমার একটা বন্ধু আছে।
রোজ সকালে সুপ্রভাত জানায়।
রাতে ঘুম কেমন হলো..!
সকালের নাস্তা করেছি কি না...!
কি করছি...কেমন আছি...কোথায় আছি...?
বাসার সবাই ভালো আছে কি না জানতে চায়..।
আমার একটা বন্ধু আছে।
ম্যাসেঞ্জারে চ্যাটিং করে, কত শত গল্প করে
ফোন দিয়ে কথা বলে,
অবাক চোখে তাকিয়ে থাকে
বাঁকা দাঁতে বড্ড হাসে, যেন মুক্তার আলো ঝরে।
একটু বকা দিলে তাকে, চোখ হতে যেন
এক আকাশ বৃষ্টি ঝরে।
আমার একটা বন্ধু আছে।
রোজ দুপুরে___শুভ দুপুর জানায়
দুপুরে ফ্রেশ হয়েছি কি না।
লাঞ্চ হয়েছে তো....
রেস্ট করেছ তো....জানতে চায়।
আমার একটা বন্ধু আছে।
বিকালের শুভেচ্ছা জানায়
রঙ-বেরঙের গল্প শোনায়।
হাসিমুখে কথার ছন্দ শোনায়।
ভালোবাসার গান শোনায়।
আমার একটা বন্ধু আছে
সন্ধে হলে শুভ সন্ধা জানায়
সারাদিন কেমন কাটল..!
বিস্তারিত জানতে চায়।
গোধুলির আকাশ হতে
রক্তজবা আলো মুগ্ধ করে কিনা..!
সন্ধা কেটে রাত আসে
দেখতে ভালো লাগে কি না...!
জানতে চায়।
আমার একটা বন্ধু আছে
রাতে চাঁদের গল্প শোনায়
মুগ্ধ রাতের গান শোনায়
রোমান্টিক প্রেমের কবিতা শোনায়।
রাগ হলে রাগ ভাঙায়।
মাঝে মাঝে অভিমান করে।
মিষ্টি ভাষায় শাসন করে।
আমার একটা বন্ধু আছে
সে আমাকে বড্ড ভালোবাসে।
রচনাকাল: ০৩/০৪/২০২২ খ্রি.।