আমার আকাশ জুড়ে ওগো প্রিয়তমা শুধু তুমি আছ
মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে রোদ্দুর হয়ে সাজ।
তোমার চোখে কেমন রোদ ঝলমল করে ওঠে
মুখে গোলাপের এক পসলা ভালোবাসা ফোটে।
হরিণির মতো প্রখর দৃষ্টিতে যখনি চাও আমার পানে
কতটা হৃদয়ে আনন্দের দহন হয় শুধু অন্তরটাই জানে।
তুমি জোসনা হয়ে আলোকিত করেছ আমায়
কিছু স্মৃতি তোমার কথা ভুলতে দেয় না আমায়।
তুমি চাঁদের মতো মাঝে মাঝে আলো দিতে ভুলে যাও
তখন কতটা হৃদয় ক্ষরণ হয় তুমি কি দেখতে পাও?
হৃদয়ের কথন যায় না মুখে বলা, বুঝে নিতে হয়
তুমি আমার কাছের তবু কেন তোমায় বলতে ভয় হয়।
তুমি আছ প্রিয়তমা আমার এই সমস্ত হৃদয় জুড়ে
হারাবে কই? দেব নানা হারাতে, রাখব বুক পিঞ্জরে।
তোমার সমস্ত হৃদয় জুড়ে আমাকে রাখবে প্রিয়তমা?
আমার হৃদয় জুড়ে তোমার স্বর্গীয় হাসি আছে জমা।
যে হাসি দেখে দেখে আমার মনের কবি উঠেছে জেগে
বলনা প্রিয়তমা তুমি কি আমার হবে? থেকোনা রেগে।
যতবার দেখি তোমার হাসি, ততবার হারিয়ে যাই
প্রভুর দরবারে আমি প্রার্থনায় বলি যেন তোমাকেই পাই।
হাজার বছরের স্বপ্ন চোখে, তুমি হয়েছ আমার নেশা
তুমি ছাড়া কেমন যেন অচল আমি, পাই না কোন দিশা।
জোসনার রাতে তোমায় অনেক বেশি অনুভব করি
তোমায় দূরে রেখে কেমন যেন অদৃশ্য যন্ত্রণায় মরি।
#বই- সোনাই পরি #কবিতা নং- ৩৭২।
# রচনাকাল- ১৮/০৮/২০২৩ রোজ শুক্রবার, সরকারের চর।