আমাদের একজন সজিব আছে
ডাকলেই তাকে পাই কাছে।
বিপদ এলে পাশে থাকে
কথা দিলে কথা রাখে।
দুখের ভেলায় যখন ভাসে
তখনও সে দারুন হাসে।
দুঃখ সব চেপে রাখে
বিষন্নতা মনে আঁকে।
আমাদের একজন সজিব আছে
ডাকলেই তাকে পাই কাছে।
কত ব্যথা আছে, কত কথা আছে
কত স্বপ্ন আছে, কত সাধ আছে।
কত সাগর পাড়ি দিয়ে
কত স্বপ্ন ভেঙ্গে দিয়ে
কত স্মৃতি জমা করে
কত চোখের জল জমা করে
জীবন হবে রঙ্গিন
কবে ফিরবে সুখের দিন!
আমাদের একজন সজিব আছে
ডাকলেই তাকে পাই কাছে।
নিরবতা সঙ্গি করে
চাপা দুঃখ, হাসিতে ভঙ্গি করে
নিরব দুখের সাগরে ভেসে
মিথ্যা সুখের হাসি হেসে
দিয়েছে প্রিয়জনেদের মন
দিয়েছে নিজের সুখ বিসর্জন।
সবার স্বপ্ন পূরণ করবে
নতুন করে জীবন গড়বে
তাইতো চলেছো অন্য দেশে
দুঃখ চেপে বুকে, দুখের হাসি হেসে
অন্ন দিবে পরিবারের মুখে
শত চাপা কষ্ট জমিয়ে বুকে।
আমাদের একজর সজিব আছে
ডাকলেই তাকে পাই কাছে।
#রচনাকাল : ০৩/১০/২০২৪ (৪১৬)