আমার স্বাধীন বাংলাদেশেতে
স্বাধীনতা আর নাইরে ভাই,
মুক্ত পাখির মতো উড়তে গেলে
বাঁধন পরে পায়, স্বাধীনতা নাই ।
মহামারী হিংসায় ছেয়ে গেছে দেশ
মনেতে সুখের ছোঁয়া নাই
এই হলো কি আমার দেশেরস্বাধীনতা ভাই?
সুখের তরে রক্ত গেল কত !
জীবন গেল কত
স্বাধীনতা স্বাধীনতা করে!
কত পুষ্প ফুটবে বাগে
ফোটার আগেই গেল ঝরে।
আহ্বান মোর গড়ে তোল এই দেশকে
একটি আদর্শ সোনার দেশ,
মাথা উঁচিয়ে থাকতে পারে যেন
আমার বাংলাদেশ।