কোনো এক শীতে কুয়াশায় ঘেরা বিকেলবেলা
মনে হয়েছিল আকাশে চলছে মেঘের ভেলা।
হে রমনী, দেখেছি তোমায় যখন
ভালোবাসার এক মৃদু বাতাস বয়েছে বুকে তখন।
ভ্রমর হয়ে ফুলের মধু খেতে এসেছিলাম
ফুল ফুটেনি তাই আর মধু খাওয়া হলো না।
ভালোবাসা পেলাম না বলে
তুমিহীন কোথাও হারিয়ে গেছি
ভালোবাসা পেলে কোনো এক......
বসন্তের কোকিল ডাকা ভোরে
আবার আসব, আবার আসব।
এবারের মতো এখানেই শেষ
বিদায়... বিদায়... বিদায়...