বাড়িয়েছি হাত
        বাবুল মিয়া ইমন

বাড়িয়েছি হাত-----
ছুঁবে কি হাত!
হৃদয় মনন হয়েছে আজ কুপোকাত।
তোমায় ভেবে-- তাই কাটছে দিবস রাত।
স্বপ্নচূড়া আজ বাঁধন হারা
হৃদয় আমার মনোহারা।
তাই শান্ত হব;-----স্পর্শে
তোমার রুপের ঝর্নাধারা ।

কোন বনেতে জানি নে--
কোন মৌবনে ডাকছ নির্জনে।
সাড়া দিবে কি আমার স্বপ্নীল ভুবনে?

ঔ দেখ নীলাভ আকাশ
উত্তরীয় মহুয়া বাতাস।
তোমায় স্পর্শে বিমোহিত হবো ---
ওগো দূর বন্ধু এই আমার বিশ্বাস ।

তুমি যদি হও দূর দিগেন্ত রংধনু
আমি হব---সপ্ত রঙের অতি ক্ষুদ্র অনু
হাত বাড়াও---রাখ হাতে হাত
তুমি করনি আর অভিনু।

হয়ে শুভ্র মেঘমালা-----
মম হৃদয় দাও দোলা
মিনতি তোমায়---
এতটুকু করুনা অবহেলা।
ওগো তাই----
ভুলে সব সংকোচ সংঘাত
রাখি দুজনে হাতে হাত----
রচনা করিতে এক স্বপ্নীল ধারাপাত।
          -----21/05/12