অলীক স্বাধীনতা

       _____বাবুল মিয়া ইমন

1971 সালে অর্জিত রক্তিম সূর্য
আজ হারিয়েছে তার সৌর্য- বীর্য।
সংবিধানের সেই মৌলিক নীতি
বঙ্গবন্ধু-ভাসানীর মানবাধিকারের আকুতি।
মুখোশধারী স্বাধীনচেতারা  প্রতিনিয়ত করছে তার বিকৃতি।

স্বাধীন হয়েও মোরা পরাধীন
কর্তৃপক্ষের দোহাই দিয়ে
কর্তারা আজ নিজস্বার্থে আপোসহীন।
অধীনস্থদের তারা অপদস্থ করছে সীমাহীন ।

স্বাধীন দেশে কেন হবে এত বৈষম্য-ব্যবধান?
বিভিন্ন কোটা বরাদ্দের কারণে বঞ্চিত আজ শত-সহস্র মেধাবী সন্তান।
ক্ষমতার জোরে কন্ঠরোধ  করছে যারা সত্যানুসন্ধানী নবীন প্রাণ;
তারাই জ্ঞানী আজ; তারাই মহান,
তাদের তরে জাতির যত সম্মান।
আদৌ কি আছে এর কোন অবসান ?

মুটে-মজুর,কৃষক-কিষাণ
স্বাধীনতায় যাদের অপরিমেয় অবদান।
তারাই আজ লাঞ্ছিত- পদদলিত তাদের সম্মান।
এই অলীক স্বাধীনতার জন্যই কি প্রাণ দিয়েছিল লক্ষ মায়ের সন্তান?

কোথায় স্বাধীনতা?
জিম্মি সবাই শাসকদের শৃঙ্খলে
বাকরুদ্ধ মোরা কর্তাদের বাহুবলে।
মুক্ত, মুক্ত রবে যারা করছে চিৎকার
আসলে প্রশাসন,শিক্ষা, চিকিৎসায় ; কোথায় স্বাধীন মোরা?
পরাধীন সবিস্তার। __
                ____(18/11/16)