অভিনয়
---------বাবুল মিয়া ইমন
দুঃখ দৈন্যে পূর্ণ এই জীবন
সুখ সাগরে ভাসছে এমন- আছে কজন?
তবুও লোক লজ্জার ভয়ে করছে অভিনয়
খারাপ থেকেও বলে ভাল আছি-ভালত নিশ্চয়।
এ যেন ভাল থাকার এক অভিনব অভিনয়।
প্রত্যেকে মোরা দক্ষ অভিনেতা-অভিনেত্রী পৃথিবী নামক নাট্যমঞ্চে---তাই পরিবার থেকে সমাজ; সমাজ থেকে রাষ্ট্র----
করে সবাই অভিনয়।
বসকে খুশি করতে,তার অধীনস্থ তোষামোদ করে সবসময়।
প্রিয়সীর মন পেতে তার রুপের প্রশংসায় পঞমুখ হতে হয়---
যদিও সে এতটা রুপ-সৌন্দর্যের অধিকারী নয়।
স্বার্থ লোভী ধর্ম গুরু ধর্মের মুখোশ পড়ে করে অভিনয়।
রাজনীতিবিদ মায়া কান্নায় জনগণের মন করে জয়
এই অশ্রুজল কতখানি সত্য?
সে জানে ----জানে তার হৃদয়।
নাকি সবই অভিনয়?
এই জগতে হায়!কেউ কারো নয়----
স্বামী তার স্ত্রীর সাথে,
ছেলে তার বাবার সাথে
এ যেন সবাই সবার সাথে
জানি না কোন আশাতে
প্রতিনিয়ত করছে মিথ্যে অভিনয়?
অগোচরে কুৎস্য রটিয়ে সামনে করে গুণগান।
এই যেন গরু মেরে জুতা দান।
মানব অন্যকে হীন করে বাড়বে কি তোমার সম্মান?
যার প্রাপ্য যা-তাকে দাও তা
করো নাক মুনাফিকী অভিনয়।
ভাল কে ভাল বলবে---কিন্তু তোষামোদ করে নয়।
দোষত্রুটি সামনে বলবে যাতে থাকে---সংশোধনের ভয়।
প্রভু কর মোদের সুবোধ উদয়-----
যেন মিথ্যাকে পরিহার করে
সততার করি অভিনয়।
তবেই মোরা পাব জীবনের প্রকৃত জয়।
-----(12/10/16)