সৈকতে কিছুক্ষণ

-------বাবুল মিয়া ইমন

সমুদ্রসৈকতে তখন---
অস্তমিত--
সূর্যের লালকৃষ্ণ আভরণ,
নীড়ে ফিরতে বক-শালিকের ছিল যত আয়োজন,
আবার পুবের আকাশে উঁকি দিয়েছিল চাঁদের কিরণ,
তখনও সাগর তটে ফেনা তুলা তরঙ্গের ছিল উস্ফলন,
আর ফেরিঘাটে মাঝি- মাল্লার অস্পষ্ট গুঞ্জন
পাশাপাশি বসেছিলাম তখন---
শুধু আমরা দুজন।
তাই হৃদয় মননে বইছে তখন---
এক অজ্ঞাত শিহরণ।
লজ্জায় রাঙানো মুখ তোমার--- আনত নয়ন,
নিভৃতে করছি আমি তা অবলোকন।
সৈকতে ছিলাম আমরা যতক্ষণ
যেন মনে হচ্ছিল আমাদের মর্ত্যে নয়--যেন স্বর্গে আরোহণ।

সূর্য অস্তমিত হচ্ছে ধীরে, ধীরে
প্রকৃতি ও বিলীন হচ্ছে তখন সন্ধ্যার আবীরে।
পাখিরা সব করে-কলরব ফিরছে তাদের আপন নীরে।
শুধু আমরা রহিনু পড়ে এই শূন্য বালির চরে।
আলো আঁধারের সন্ধিক্ষণে
তোমার কৃষ্ণ কেশে হাত বুলিয়েছি অবচেতনে।
তখন তোমার কন্ঠে-আমার রচিত প্রণয়-কবিতা
ভেঙে দিয়েছে আমার সব মৌনতা।
সামান্য খুনসুটিতে
খিলখিল করে হেসে উঠতে----
ভেঙে দিয়ে সব নীরবতা।
ঝাউপাতার শা-শা শব্দ,
আর সমুদ্রতীরে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ---যেন মিলে একাকার
এ যেন সুর ছন্দের এক অপূর্ব সমাহার।
তাই খুলিয়া মোরা মনের দোয়ার
তোমার সত্তায় আমি,আর আমার সত্তায় তুমি,এভাবে হারিয়েছি শতবার।
আধো আলোছায়ায়
তোমার এলোকেশের উচ্ছলতায়---
যেন আমি জীবনের সেরা সময় করেছি পার।
আজও প্রাণ নেচে উঠে-স্মৃতির মানসপটে
ভাবি যখন-আমরা দুজন বসে আছি ঐ সমুদ্রতটে।
                    ---(11/10/16)