নির্মল সমীরণে-আলো আঁধারের মাহেন্দ্রক্ষণে,
প্রশান্ত নীলাঞ্জনছায়ায়---
চোখে-চোখ,হাতে-হাত
সমর্পণে--
শপথ করেছিলাম দুজনে
একাত্মতা রব মোরা
শত মান-অভিমানে।
তোমার আঁচল ঢাকা মুখে
লজ্জাবতী চোখে
সঁপেছিলে আমায়---চির সুখের আশায়।
সুখের ভেলায় ভাসবো মোরা বেলা----অবেলায়।
সোনালি সন্ধ্যাতারা বাঁশঝাড়ে জোনাকিরা
সুখ নিদ্রায় দিত তারা আমাদেরকে-প্রহরা।
কত মিষ্টি মধুর সময় হায়! করেছি পার!
হিম ঝর্না স্নানে সিক্ত হয়েছি মোরা শতবার।
নাস্তার টেবিলে,সবার অগোচরে,হাসি বিনিময়
এই যেন গোপন প্রণয়-
অভিনয়।
সাংসারিক শত ব্যস্ততার মাঝে
যখন চোখ টিপ্পনি দিতাম মরে যেতে লাজে।
মায়াবতী রমণী তুমি--- তোমার তরে কি অভিমান সাজে?

সামান্য ভুলে--রাগে রাগিণী তুমি অভিমানী!
তাই মোর আকাশে আজ তারা নেই
নেই চাঁদের সেই রুপালি আলো
বিষণ্ণতার আবীরে হলদে গোধূলি তাই আজ ধূসর-- কালো।
তোমার সাথে কথা নেই--
সকাল গিয়ে শুধু সন্ধ্যা গড়াল----
তাই মনে হচ্ছে যেন একদিন নয়,দুদিন নয়,আজ বহুদিন হল।

এটা সত্যিকারের ঘৃণা নয়---
যেন আরো ভালবাসার অন্তিম টান।
এটা প্রণয়ের ইতি নয়----যেন প্রেমের নব উত্থান।
এটা দূরে থাকার জন্য নয়-----যেন আরো কছে আসার আহব্বান।
এটা আসলে রাগ নয়----
যেন রাগ ভাঙানোর অভিমান।

       -----'-------বাবুল(08/10/16)