'তুমি কেন এত সুন্দরী!'
আজ থমকে গেছে হাত,
দিবস গত--হয়েছে রাত,
আজ বসন্তদূতের মিষ্ট সুরেও নেই কোন কর্ণপাত,
হৃদয় মনন হয়েছে কুপোকাত------
যখন পড়ল তোমার নয়নে আমার দৃষ্টিপাত।
শান্ত নদে দুলবে তরী,
পথ হারাবে পাতাল পুরী,
শুভ্র আকাশে জমবে বারি,
অবনমিত হবে যোদ্ধাদের সব তরবারি,
লক্ষ্য ভ্রষ্ট করবে শিকার- তার শিকারী,
অবগাহনে তোমার রুপেরমাধুরী!
তুমি কেন এত সুন্দরী ?---যার রুপালি সৌন্দর্যের নেই কোন জুরি।
তুমি কি স্বর্গ থেকে নেমে আসা অপ্সরী?
যে মম প্রাণ করেছে চুরি।
রুপ লাবণ্যে-সভ্য সংস্করণে অন্যান্য--তুমি নারী।
কি!নয়নাভিরাম তোমার হলদে অবয়ব!
ভ্রুকুটি,চক্ষুযুগল,কৃষ্ণকেশে কদমের খোঁপা যেন শিল্পীর তুলিতে অঙ্কিত সব।
টোল পড়া গালে হাস যখন আড়ালে----
উত্তাল তরঙ্গ বয়ে যায় নদীর দু- কুলে।
তখন স্বপ্ন বিভোর মন আমার--তোমার তরে সব যায় ভুলে।
তুমি কি জান!---তুমি কত মনোরমা!
সুন্দরের প্রতীক তুমি স্নিগ্ধতায় অনুপমা।
চাঁদনি রাতে তুমি রুপোলি হীলিমা।
শুভ্র আকাশে তুমি শরতের নীলিমা।
রুপ রাজ্যের রানী তুমি প্রেমের প্রতিমা।
সুদর্শনা-সুহাসিনী ওগো নিরুপমা--
তুমি কেন এত সুন্দরীতমা!-
যেই রুপের নেই কোন উপমা।
----বাবুল (03/10/16)