রক্তিম শশী
হারিয়ে প্রখরতার উর্বশী,
হলদে আভার চাদর মুড়ি
দিয়ে নিজেকে লুকায় রাত্রি-নিশি।
অদ্যাবধি প্রতীক্ষায় তোমার পানে
ভাবে মম হিয়া-কোথায় তুমি প্রিয়া
কোন সে কাননে?
আজ তোমার প্রতীক্ষায়
শুষ্ক হয়ছে সৌরভ , রক্তকরবী আর মাধবী মল্লিকায়।
দুর্বার শুভ্র শিশির পড়ে
শীতের সকালে
শুধু তোমার প্রতীক্ষায়।
গগনের ঔ ঈশান কোণে
মেঘ দূত স্বপ্ন বুনে
শুধু তোমার আহব্বানে।
আকাশে উড়া বুনো হাঁসের দল
পুকুরে ফোটা পদ্মকমল
নৃত্যে ছন্দ আনা পায়ের মল।
আছে যত সব তরুলতা আর পক্ষীরাজের দল।
আজ তোমার প্রতীক্ষায় তারা অশ্রুসজল।
কালো মেঘের আড়ালে
তুমি কোথায় হারালে?
তাই বৃষ্টির প্রতীক্ষায়---গুনি আমার অষ্টপ্রহর।
তোমার বৃষ্টি স্নানে কখন সিক্ত হবো আমি সরোবর?
তুমি রুপদেবী-তুমি রুপ রাজ্যের রাজকুমারী,
তুমিই ফুলদেবী-তুমি ফুল কননের ফুলকুমারী,
তুমি স্বর্গ থেকে নেমে আস---- অপ্সরী।
আমি তোমার রুপের মুগ্ধতা নিব----
তোমার স্নিগ্ধতায় নিজেকে লুটাব----
হয়ে তোমার রুপ- রাজ্যের অতন্দ্র প্রহরী।
কাটে না দিবস,কাঁটে না প্রহর,
কোথায় তুমি কোন সেই তেপান্তর?
তোমার তরে রব আমি চিরন্তর
তুমি আমার প্রভাত-সন্ধ্যা,কাক ডাকা দ্বিপ্রহর।
তুমি আমার প্রতীক্ষার অষ্টপ্রহর।
-------- বাবুল(01/10/16)