প্রাকৃতিক পরাগায়নে নিষিক্ত পুষ্প মুকুল
পত্রপল্লবে পূর্ণতা পায় একটি ফুল ।

ঝড়-বৃষ্টি রোদে পুড়ে
সৌন্দর্য বিকশিত করে
মানবতার তরে,
তার সৌরব ঝড়ে পড়ে ।

তুমি প্রণয়ের নব্য মিলনের প্রথম প্রীতি উপহার
তুমি  ফুলসজ্জায়
নব দম্পতির গালিচায় সুসজ্জিত অলংকার।

তোমার নির্যাশে তৈরি বিচিত্র সুগন্ধ
স্পর্শে দূর হয়ে যায়, আছে যত দূর্গন্ধ ।
মানব কল্যাণে তুমি অতন্র প্রহরী
ভেবে পায়নি কবি, কি নামে ডাকবে তোমায়
ফুলেশ্বরী,না ফুলকুমারী।
তুমি শ্রষ্টার সৃষ্ট সেরা অপ্সরী।

কোথায় নেই তোমার ব্যবহার ?
বিয়ে,পার্টির আর জন্ম দিনেও বিচিত্র ফুলের সমাহার।
বসন্ত রাঙায় শিমুল আর কৃষ্ণচূড়া
একুশের প্রভাত সাজাই, দিয়ে শত শত ফুলের তোড়া।

শিল্পীর তুলিতে অঙ্কিত উপাদান
কবিতার উপমায় দাও তুমি কাব্যিক রুপদান
সৌখীনদের ফুলদানিতে সুরক্ষিত তোমার স্থান।
ভুলবে না প্রজাপতি আর মৌমাছির দল
ওদের তরে তোমার  অবদান ।

পূর্ণিমা রাতে-চন্দ্ররিমার সাথে
পদ্মপুকুরের পদ্মকমল
হাসে
রাত্রি -রজনীতে নিদ্রায় পূর্ণতা আসে,
রজনীগন্ধা, তোমার সুভাষে।

ফুলবাগানে-প্রকৃতির দানে  তুমি বিকশিত একটি ফুল।
প্রেমিক তাই,
প্রিয়সীর খোপায়,
গুঁজে দিতে তোমায়
ব্যাস্ত -ব্যাকুল ।

ভরা শরতে শূভ্রতার প্রতীক তুমি কাশফুল
ঊষা লগনে তুমি জড়া একটি মুকুল
তোমার পরিচর্যায় ব্যাস্ত তারা-যারা সভ্য মানবকুল।
ফুলবাগানে তুমি একটি ফুল।