একক সত্তা
সকল সৃষ্টির শ্রষ্টা তুমি অসীম মেহেরবান।
জলে স্থলে অন্তরীক্ষের,রুন্দ্রে -রুন্দ্রে তুমি বিরাজমান ।
গ্রহ নক্ষত্রের ঘূর্ণিপাত আর কৃষ্ণ গহ্বরের অজ্ঞাত রহস্য
কিছু নেই ভূমন্ডলে তোমার অজানা -অদৃশ্য ।
গগনে মেঘের ঘনঘটা তা থেকে ঝরে -পড়া বৃষ্টি
মরু মৃত্তিকায় তুমি কর- শস্য- শ্যামল, নির্মল ভূমির সৃষ্টি ।
তোমার সৃষ্টির রহস্যে আজ ব্যাতি- ব্যাস্ত আধুনিক যত বিজ্ঞান ।
সকল সৃষ্টির শ্রষ্টা তুমি বড়ই মেহেরবান।
সলীলে অথৈয় জল আর সৃষ্ট- তরঙ্গ
তোমার করুনায় আনত্ সব, বিশাল সৃষ্টি থেকে, তুচ্ছ কীটপতঙ্গ।
তুমি একক সত্তা- তুমিই মহান
আলকোরানে দিয়েছো তুমি এর প্রমাণ ।
সকল সৃষ্টির শ্রষ্টা তুমি অসীম মেহেরবান।
কী অদ্ভুত তুমি! -অদ্ভুত তোমার দৃষ্টি !
পাহাড় পর্বতের, ঝর্না থেকে তুমি করেছ নদ-নদীর সৃষ্টি ।
নীলনদ, আর রহস্যে আবৃত্ত ঝুলন্ত উদ্দান
সর্বত্র প্রভু তুমি, সদায়-তুমি দৃশ্যমান ।
সকল সৃষ্টির শ্রষ্টা তুমি
বড়ই দয়াবান।
এন্টারটিকায় বরফে আবৃত ভূমিতল
আবার আফ্রিকার নায়ারাগঙ্গে অগ্নিগিরির দাবানল ।
মধ্যপ্রাচ্যে মরুক্ক-মরুভূমি
আবার প্রশান্ত সাগরে ফণা তুলা ঊর্মি।
রহস্যে আবৃত তোমার সৃষ্টি, সবই তোমার অবদান ।
সৃষ্টির শ্রষ্টা তুমি -তাই তোমার শিখরে পরাভূত সব বিজ্ঞান।
তোমার আরাধনায় ব্রত সব হিন্দু -মুসলিম- খ্রিস্টান
মুসলিম জপে আল্লাহ্ তোমায়
হিন্দু ডাকে হে! ঈশ্বর- ভগবান ।
মানুষ-মানুষে নেই ভেদাভেদ
মোরা সবাই আদম সন্তান
ক্ষমা কর প্রভু ,কর পুণ্য দান।
সব সৃষ্টির শ্রষ্টা তুমি- তুমিই রহিম রহমান।
এক বিন্দু জলে সৃষ্ট মানব সন্তান
সময়ের ব্যবধানো দিয়েছো তাকে সৃষ্টির শ্রেষ্ঠ আকৃতি দান।
কোরআন পাকে দিয়েছো তাকে জীবন চলার বিধিবিধান ।
তুমি শ্রেষ্ঠ -সত্য তোমার কোরআন ।
তুমি একক সত্তা, প্রভু তুমিই মহান ।