তুমি আমার স্বপ্নচূড়া
হৃদয়ের কৃষ্ণ চূড়া।
তুমি প্রভাতের নির্মল সমীরণ
শরতে কাশফুলের শুভ্রতার আভরণ ।
তুমি গুপ্ত মল্লিকার সুপ্ত রেনু
মেঘ কণিকায় অঙ্কিত রংধনু।
তুমি আমার রচিত শ্রেষ্ঠ কবিতা
শ্রষ্টার- সৃষ্ট অনুপম মুগ্ধতা ।
তুমি শূন্য ভূলোকে ঘুরন্ত নখত্র
আধার আলোকে উড়ন্ত পক্ষীগৌত্র।
তুমি ঘোর আধারে চন্দ্ররিমা নিশি
দিবসের আলোকদীপ্ত উষ্ণ শশী ।
তুমি ফুলদানিতে সুসজ্জিত পদ্মকমল
শতবর্ষ পরেও তোমার রুপে তুমি অবিচল ।
তুমি পত্রপল্লবে আবৃত ফুল
প্রেম কাননে এক অজ্ঞাত মুকুল ।
তুমি আমার গিরিখাতে সুউচ্চ পাহাড়
সলীলে পাওয়া তুমি নীলাকান্ত মণিহাড়।
তুমি আমার ধ্যানে -তুমি আমার জ্ঞানে
সমুদ্র সোপানে আছ তুমি জীবন সায়াহ্নে।
তুমি মায়াদেবীর অপলক দৃষ্টি
তপ্ত ভূমিতে এক পশলা বৃষ্টি ।
তুমি আমার স্বপ্নীল আকাশে বরণীল শুভ্রতা
তোমার স্পর্শে পূর্ণ জীবন নেই কোন শূণ্যতা।
তুমি রবীন্দ্রনাথের শেষের কবিতা
শরৎ চন্দ্র চট্টপাধ্ধায়ের দেবদাস ।
তুমি মাইকেলের -মেঘনাদ বধ জীবনানেন্দর -নাটোরের বনলতা । তুমি আদি সত্তা -আমার উষ্ণ নিশ্বাস
শিল্পীর তুলিতে অঙ্কিত নীল আকাশ ।
এই নশ্বর ভুবনে শুধু তুমিই অবিনাশ ।