জরাজীর্ণ দেহ তাদের নিস্তেজ প্রাণ
ক্লান্ত শান্ত মনে তাদের শুধুই অভিমান ।
পথহারা পথিক তারা
সভ্য সমাজ দেয় প্রহরা ।
অর্ধাহারে-অনাহারেে মরছে ধুকে
স্বপ্ন মলিন তাদের ঐ রক্তিম চোখে।
মুখে বলে-যারাই মহান
মানবতায় সবাই সমান ।
অচীন পুরে বহু দূরে
হাড়িয়েছে সভ্যতার ভীরে
কৃষনাঙগদের হাহাকার ।
তরী বেয়ে ব্যর্থ তারা
পথহারা পথিক যারা
যেতে তাদের আপন নীরে ।
হ্দয় ওদের আধার কালো
পায়নি তারা শিক্ষার আলো।
জ্ন্ম তাদের -নিয়ে চর্ম কালো
এটাই কি ওদের আজন্ম পাপ?
বিধি এই কি ! তোমার অভিশাপ?
কোথায় তুমি কোন গগনে ?
নেমে এস এই ভুবনে।
পথহারা পথিক যারা
মুমূর্ষু আজ নির্যাতনে ।
ধিক! ধিক! ঐ সভ্যতাকে
ভুলন্ডিত করল যারা মানবতাকে ।
পথহারা পথিক যারা
তারা আজ সর্বহারা ।
তবে কেন তাদের তরে যুদ্ধের মহড়া?
নীরব কেন এই বিশ্ব সভা?
ছড়িয়ে দাও আলোর আভা
পথহারা পথিকের নীড়
সন্ধ্যানীরা ই মানবতার বীর।