তুমি কি সেই নিহারীকা
যার হস্স ধ্বনি
করে প্রতিধ্বনি
দূর করে দেয় যত বিভীষিকা।
তুমি কি সেই নিহারীকা!
যার মেঘ কালো চুল
কানে পড়া দুল
করে আমায় ব্যাকুল
লিখতে গান; হয়ে গীতিকা।
তুমি কি সেই নিহারীকা !
যার কাজল কালো আঁখি
নয়ন ভরে দেখি
লিখে স্তুতি তোমার ভরে যায় আমার পুঞ্জিকা ।
তুমি কি সেই নিহারীকা!
সপনে আঁকা প্রেমের প্রতিমা
যাকে ভেবে মূর্খ হয় লেখিকা ।
তুমি কি সেই নিহারীকা!
যাঁর আছে পূর্ণ গুণের সমাহার
অনাহারের মুখে দেয় আহার
হয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গীলের মত সেবিকা ।
তুমি কি সেই নিহারীকা
যার মায়াবি দৃষ্টি
বিধাতার এক অপরূপ সৃষ্টি
মানবতার অসীম সেবিকা ।