করুণা নয় অধিকার
---মো বাবুল মিয়া ইমন
ফাগুন জড়া আগুন দিনে,
সালাম,রফিকের আত্মদানে,
স্বাধীনতার বীজ বুনে।
ফিরে পেলাম মাতৃভাষা ।
কুলি মজুর জেলে চাষা
সবার মনে একটি আশা,
যেন বাংলা হয় রাষ্ট্রভাষা ।
যা মিটিয়ে দেয় সব পিপাসা।
বাহান্নর রক্তিম ঝড়ে,
বঙ্গ ভাষা রক্ষার তরে,
আমজনতা ক্ষোভে ফেটে পড়ে ,
144 ধারা ভঙ্গ করে-রাজ পথ দখল করে
বঙ্গ ভাষা রক্ষা করে ।
বাংলা তাই;আসিত আজ বিশ্ব দরবারে ।
ওরে ঔ উর্দিপরা পাকহানাদার
শুনে রাখ--মন দিয়ে এবার।
মানব না কোনও অন্যায় অবিচার।
দূর করে সব--
শোষণ-নিপীড়ন,তিমির আধার
আমরা ফুটাব রাঙা ঊষার।
রাখব মোরা মায়ের আবদার
উর্দু নয় --বাংলা হবে রাষ্ট্র ভাষা
করুণা নয়--এই আমাদের অধিকার।