সায়াহ্নে ,অলি গলি পথ সব চোখ বুজে অন্ধকারে।
নিমজ্জিত সব কেই বা দেখে কার রামধনুর বাহার
চোখের কোণে তে ভাসে, এখনও স্বপন- জোয়ার
চেনা মুখ সব মিশে গেছে, সুদূরে মানুষের ভীড়ে ।
রাত্রি আর দিন চলে মোর এখন জোয়ার ভাটার !
লেলিহান ঢেউ গুলো যুদ্ধ করে দেহের উপর ,
তোলপাড় ছিন্নভিন্ন ষোড়শী র কুহেলিকা দ্বার ;
মাংস পিণ্ড, বুভুক্ষু, নিংড়ে চুষে খায় পিশাচ বাসর।
হায়নার মত লকলকে জিভ কত মানুষের ভীড়ে ।
দিনের আলোর কাছে ওরা সব্যসাচী র দাস,
কোর্ট প্যান্ট শার্ট টাই পড়ে জুতো করে ব্রাশ ;
এমন মধুর বাতাস বিলায় যেন সাগরের তীরে ।
পিশাচ বাসরে ভিরে, দিনরাত পিপিলিকার দল ।
যামিনী নিশিথে মধু- মন্ত্র ঝড়ে ঝড়ে পড়ে,
প্রমোদ সাগরে কেহ এসে ডুব দিতে পারে ;;
খর্ব কান্ত, শ্রীধর যুদ্ধ করে দেহে যত আছে বল ।
মা,আমার স্বপন বোধনে আজ নেই কোন সার !
সোনালী ডানার পরী আর আসে না ঘিরে,
তুমি নেই ধরাধামে আসবে না জানি ফিরে ;
ফুল কলি যত চাপা মনুষ্যের ভরে পাবে কি উদ্ধার ?
বাবুল আচার্যী 26/12/2018