হাসি খুশি খোকাটার,দেখ দেখি কান্না ;
চোখ দিয়ে ঝড়ে কত, মোতি আর পান্না ।
আকাশটা ফেটে যায়, কান্না আর কান্না;
বাদলের বুক ফেটে, ঝড় ঝড় ঝরনা ।
রিমঝিম বৃষ্টিতে, আলু থালু কেশ বাস
সব ছেড়ে চল দেখি, ওঠে যে নাভিশ্বাস।
ধড়ফড়, ধুকপুক, বুকে ওঠে কম্পন ;
নিশ্বাসের গতিরোধে, সব হবে রক্ষণ ।
প্রতিবাদে এত ঝড়, বাপ দাদা দেখেনি,
আমি বাপু কি ছিলাম সবটুকু ভুলিনি।
আমারি ছেলে বটে, ধরে তায় বায়না;
সোনামুখী চাঁদ টাকে ,ধরে দিতে আয়না।
বাবুল আচার্যী