নিশির শেষে ধরার পরে এলো মেঘের বাসা ;
সাত সকালে নৌকা করে ঘুরে বেড়ায় আশা ।
ভেলার সাথে উড়ে এ- মন সাথে করে খেলা ;
খেলা আর দোলার মাঝে গড়িয়ে করি বেলা ।
হেলায় দোলায় দুলি আমি শুনি গানের তান ;
গানের সুরে সূজন মাঝি,জুড়ায় আমার প্রাণ ।
জম- জমানো হাসি- ঠাট্টা সময় লাগায় দৌড় ;
তারি সাথে পাল্লা দিতে কাজের ভীষণ জোর ।
লম্ফ ঝম্প দিয়ে যখন কাজের ডগায় আসি ;
সূর্য আমায় আঙুল দেখায়, রইল সাথে শশী ।
আমায় দেখে নিশির শশী মুচকি হাসির ছলে ;
'করো না আর টাল বাহানা' সত্যি কথায় বলে ।
সময় গেলে আর পাবেনা সময় জ্বালায় বাতি ;
কেউ না থাকুক শশী বলে ' আমি তোমার সাথী' ।
বাবুল আচার্যী 10/12/2017