এখানে এখনো সন্ধ্যা আসেনি, তবু চারিপাশে,
শালিকের পাখার মতো রঙ- ছায়া নেমে আসে ।
স্বচ্ছ স্বল্প গৃহের পরিসরে উঠোনে ও বারান্দায়,
তার সংলগ্ন কাকতলীয় শহরের মোড়া-রাস্তায়;
কিছু লোক জটলা করে,এক পশলা বৃষ্টির মত!
উদ্বাস্তু দিগ ভ্রান্ত মেঘ ধাক্কা লেগে গরজে যত_
বৃষ্টির মত বৃষ্টি হয় না যদিও, তুফানের কি রেশ,
ধুমড়ে মুচরে একাকার করে সব হবে নিঃশেষ।
জলজ্যান্ত পড়ন্ত রোদ্দুর, এখনো করছে খেলা ,
ছোট্ট বোন ওর খেলতে আসে,প্রায় সন্ধ্যা বেলা।
এই আঁচলে লুকিয়ে থেকে,খেলছে কিছু লোক;
ছায়া-চোখ তাই শুকিয়ে খড়া, ফাটল এ গোলক।
কত দশক ধরে রক্ত চুষে রক্ত-রাঙা হয়েছে নীল;
আঙনে আসেনি ফাগুন উড়ে, উড়েছে কত চিল।
মনের রঙে কালি মেখে যারা ছিল, এতকাল শান্ত,
আজ যেন ওরা ভোটের কাঙালে, হউক সর্বশ্রান্ত ।
বাবুল আচার্যী 17/02/2019