আমার মেয়ের মিষ্টি মুখ ,
দেখে হয় যে অপার সুখ।
সুখ পাখিটা সুখের ডাক,
দরাজ গলায় দিচ্ছে হাঁক।
হন্য হয়ে বাবার খোঁজে_
মেয়ে কাঁদে চক্ষু বোজে।
তুলে নিতে আদর করে,
কাছে এসে আমায় ঘুরে ।
হাত বাড়িয়ে বলি ' সোনা',
আয় না বুকে চাঁদের কণা।
বুকের মাঝে জলের ধারা,
তুমিই এনে জাগাও সারা ।
হাসির রোলে এমন ছন্দ ,
নেই কো মনে কোন দ্বন্দ্ব।
জীবন পটে তোমার গান ,
অসাড় তত্ত্বে জাগায় প্রাণ ।
সবার প্রাণে বাজে সূর ,
ভাবলে তুমি নই ত দূর।
সুখী নিবাস কোথায় ভাই,
সবার মাঝে খোঁজ ঠাঁই ।
চলার পথে তোমার আশ,
আশের তলে আমার বাস ।
আমি দেখি সরল সত্য,
মেয়ের রূপে খুঁজি তত্ত্ব ।
সরল সত্য সরল জ্ঞান,
সরল তত্ত্ব তোমার দান।
জগত জুড়ে গন্ধী বাতাস,
পদ্ম-পাতায় কীটের ত্রাস ।
কালো বাতাস পোড়া গন্ধ,
সবুজ মনের কপাট বন্ধ ।
স্বর্গ সুখের নরম ছোঁয়া,
মধুর মধুর রসের মোয়া ।
সে যে আমার বেলি ফুল,
সকল রূপের তুমিই মূল।
গন্ধে ভাসে পালকি তোলা,
মন বাহারে চলরে ভোলা ।
মনের মধ্যে বিরাজ করো,
সকল সত্য তুমিই ধরো ।
বাবুল আচার্যী 11/06/2017