ষোলো টা বছর কেটে গেলো, তোমার উষ্ণ আলোকে !
চেয়ে চেয়ে... মৃগতৃষ্ণা .. মাদকতা ।
মেঘে বন্দী জলরেখা ....
হিমালয় ঘেমে যায়।
আমি এক চাতক ...
মেঘবারি ঝরবে টুপ টাপ করে.
ধরবো তাকে চোখের পাতায় এবার ।
বুক ভরা তৃষ্ণায় ভাটা পড়বে_ পার হবো পারাবার ।
ফুলবনে রেণুকায় মৌ মৌ করছে মৌ ,
এবার শুধু ভেজার পালা ;
একপাশে মোজায়েক পাথরের বিছানা !
তাকে ঘিরে আছে সুগন্ধির প্রলেপ ,
আঙুলে আঙুলে স্বপ্নের আনাগোনা ।
নরম ঘাস ...
কাকের আওয়াজ !
অশনি সংকেত... বজ্রপাত
সবকিছু ভেস্তে গেল.. নস্যাৎ
চারিদিকে হায়নার দল ঘুরে।
চন্দ্রগ্রাস.....
বোধিসত্ত্ব কালো কাপড়ে বাঁধা এই সমাজে ;
আমাকে ছিঁড়ে ছিঁড়ে খায়,
সোনার খনিতে কয়লার মেলা ,
এ সবুজ মন সবুজ থাকে কী করে ?
বাবুল আচার্জি 07/07/2024