চোখের পলকে পলক ফেলে না, দেখে হই স্থির ;
এমন আবেশে মেখে দিল কে, চোখে মুখে আবির।
হৃদি- দ্বার খুলে গেছে আজ,মন মদির হাওয়ায় ;
ভেজা দ্বার ছিল শূণ্য ঘরে, মন ছুটে আলেয়ায়।
বসন্ত রঙ তুলি নিয়ে আঁকে, ধূলি- মাখা আকাশ ;
সেই ধুলি উড়ে এসে মুক্ত করে, মনের রুদ্ধ শ্বাস ।
অনেক দিবা চলে গেছে ধীরে, নিশি শান্তি বিহীন;
জলে ভেজা রাতে শুষ্ক দিঘি হয়, সায়াহ্নে বিলীন ।
মুর্ছিত ঘাসের মত শুয়ে আছি ,পাশে হই হুল্লোড়;
কচি কাঁচা সব সোরগোল করে,খেলে বালির'পর ।
কেহ ডিগবাজি খায়, কেহ নাচে, বাতাস ফুরফুরে ;
যে যায় পথিক পথের এপথে, থমকে দাঁড়িয়ে পড়ে।
বইছে ঠাণ্ডা বাতাস, ছোঁয়া লাগে চিত্তের ধার ঘেঁষে;
আজ বহু কাল পর বদ্ধ কপাট, খুলে দিল কে এসে।
এমন খেলা দেখিনি তো বাপু, জীবন নদের ভীড়ে ;
শূণ্য জীবন নদীময় হোক ভরা --এ কুলটির তীরে ।
সদ্য বাতাসে জেগে ওঠে হৃদয়, নবীন কুঁরির মতো ;
জীবনের পাতায় রইবে সেই সব দিনি- চিরজাগ্রত।
বাবুল আচার্যী 24/04/2019