অনেক দিনের গভীর কথা,
জমে জমে পাহাড় সেথা ;
বলতে আমি চাই!
তোমার কাছে ভাই ।
শুনতে যদি চাও,
সময় একটু দাও ।
মনের মধ্যে আঁকড়ে আছে,
ব্যথার ডালায় ভরে গেছে।
উপরে উঠে পরার ভয়ে_
তোমায় বলতে চাই ;
শুনতে যদি চাও,
সময় একটু দাও ।
সময় যখন কাছে ঘেঁষে ,
যাবার সময় যাচ্ছে হেসে !
মনের কথা বলতে আমি,
তোমার সময় চাই।
শুনতে যদি চাও,
সময় একটু দাও ।
মাথার কাছে ঘুড়ি ওরে!
সবই যেন যাচ্ছে দূরে,
হাতের নাগাল আছ তুমি
আকাশ কালো তায় ।
আকাশ তুমি অনেক দূরে_
নীলাম্বরী ভাই;
আমার আকাশ কালো কিনা ?
ছুঁয়ে দেখতে চাই ।
অভয় প্রদান করো যদি,
কুলুকুলু বইবে নদী।
জলতরঙ্গ নাচবে বুকে,
শীতল ছোঁয়ায় মনের সুখে ।
বলবো আমি মনের কথা,
ভালোবাসায় অনেক ব্যথা;
ব্যথার কারণ বলতে গিয়ে _
ভাষা নাহি পাই !
তাই বাধ্য হয়ে আমি তখন,
নীরব থেকে যাই।
নীরব বুকের গভীর বেদন!
যদি শুনতে চাও,
সময় একটু দাও ।
শীতের কালে নিশির শেষে,
ঘাসের উপর শিশির এসে ;
প্রেমের সুধা মরম ঢেলে,
শুষ্ক ঘাসে জীবন জলে,
বাঁচিয়ে তোলে ভাই।
এমন মরম চাই,
ভালোবাসার শব্দ গুলো
বুঝতে আমি চাই ;
বুঝতে যদি চাও,
একটু সময় দাও ।
বাবুল আচার্যী 11/01/2021