রাত্রি আর দিন,অনেক ভীড়ে র মাঝে ঝড়ে গেছে ধীরে ;
অবকাশে,..... দেখি নাই চোখ তুলে , একটি বার ফিরে !
সাগরের তীরে ছিলো না তো কোন কোলাহল_
তবু মনের গভীর তলে ধীরে ধীরে বহে জল ।
মনে হয় সব যেন এক রঙে আঁকা ;
দিনে সাদা ,রাতে কালো দুটো পথ বাঁকা ।
অদূরে উত্তর সাগরের জলে, খেলে কতো উত্তাল ঢেউ
চেয়ে চেয়ে ভাবি আসবে কি কখনো কেউ..... এপারে
সাগরে নীল রঙ দেখি কত উচ্ছল জলের কাহিনী ;
আমার কেটে যায় দিন রাত হয়ে ওঠে রক্তিম যামিনী ।
ভালোবাসা ঘুরপাক খায় যামিনী র কালো জলে;
বাহিরের ঢেউ -ছটা আছড়ে পড়ে মনের উপকূলে ।
চলে যায় এমনি করেই দিন রাত নেই কোন বাঁক;
মন ভোগে হতাশার আঁচে হাঁফ ছেড়ে দেয় ডাক ।
জলাশার ধারে চোখ গেছে অলক্ষ্যে কতবার ;
তুমি এসেছিলে প্রিয়া সশরীরে অগুনতিবার ।
চোখের চাহনিতে পড়েনি ধরা ছিল আস্তরণ ;
মনের ভেতরে স্বপন নজরে হয় সে বিকিরণ।
মধূরীমা কত এসে গা ঘেঁষে চলে যায়... হায়,
চৈতী চলে গিয়ে বৈশাখী তার বৈশিষ্ট্য নিয়ে আসে;
একবার দুবার নয় যুগ যুগান্তরের প্রতি বারোমাসে।
আমি রেখেছি চোখ শুধু আকাশের গায়.. যেখানে,
আমার ভালোবাসা ভাসে কালো মেঘ- বিম্ব- জলে ।
ঝড়ো বাতাসের ঘোরে ঝড়ে গিয়ে সব যায় বিফলে ;
আমি রেখেছি ঢেকে সমুদ্রের গভীরে হৃদয়ের মেহগনি।
বৈশাখী এসে গেছে দ্বারে সুগন্ধি ভরে;
ডেকে নাও তারে, হৃদয় কোঠরে ,সরিয়ে সব আবরণী ।
বাবুল আচার্যী 15/04/2018