তুমি নেই কাছে বলে আজ রাগ- বিরাগের মর্ম বুঝি,
হৃদয় নিদাঘে পুড়ে যাওয়া শব্দ বিতানের অর্থ খুঁজি।
যে তুমি মনের ফাগুনে উড়িয়েছিলে ফাগ এ আঙনে_
অঙ্কুরিত হয়ে ফলেনি আজো আমার মনের প্রাঙ্গণে ।
নিশিথ যামিনীতে তুমি বিরহিণী রাগিণী তটিনী নীরব;
বিজন কুলে তে বসে আছি একা যেন চারিপাশে স্তব !
তুমি যদি থাকতে ,মনের চাতাল পারে ঢেউ আসতো,
অনঙ্গ রাত্রি অঙ্গের বাঁধনে সাড়া না দিয়ে কি পারতো।
তুমি নেই কাছে তাই শোনাবে কে আজ সঙ্গীত মাল্লার ?
সূদুর হতে আসতেও দেখি না কোন মাঝি দূর পাল্লার।
দিবার আলোকে বুঝে নাই নয়ন কতটুকু তার বিস্তার_
নয়নের ত্বরে পরাজিত মন কেমনে পাব আমি নিস্তার ?
বাবুল আচার্যী 20/06/2017