অনেক রঙীন আকশ ভাসে আমার চোখের আঙিনায়,
হাতের মুঠোয় কবলিত নবনী বসন্তের বিদগ্ধ হাওয়ায় !
মনে হয় ঝাপটা মেরে ধরে রাঙিয়ে দেই উদাসীন মুখ;
তোমার নামেতেই বইবে ভেতরে সিন্ধু নদী ভরাট সুখ ।
নীল সবুজ পীতাম্বর আকাঙ্ক্ষার দোলায় দোলে দুলে;
আজ বাঁধ ভাঙা উচ্ছাস ভেঙে পড়ে কল্লোল নদী-কুলে।
কেহ গা ভাসায় উদ্যম জোয়ারে ভেজে আঁকাবাঁকা পথ,
কেহ চেয়ে থাকে অসাড় আলোকে ভগ্নদশা য় ভগ্ন রথ ।
দোলের শেষে কত অজানা রঙীন ফুল ফোটে এ ধরায় ,
তুমি নিঃশ্বাস ফেল দিনের শেষে বসে খোলা জানালায় ;
বসন্ত তুমি স্বল্প বধির শুধু নব মঞ্জরীর সাথে কথা কও !
দংশিত চন্দ্রমার দিকে ফিরে তাকাও তুমি কি তার নও ?
তুমি কি রাঙাবে আবার নবীন বসন্ত হয়ে আলতাপায়ে ?
লাগবে কি তোমার মধুর রঙীন বাতাস চন্দ্রমার গায়ে ?
কৃষ্ণচূড়া ফুলের মধু মাখা রঙ মাখাবে কি অঞ্চল ভাঁজে ?
পড়াবে কি চাঁদ মাখা বসন্ত টিপ কালো কপালের খাঁজে?
রোদ্দুরে পোড়া দেহ সাজাবে কি তোমার বসন্ত বেলায়_
বসন্ত রঙীন হবে আমার যদি রঙ মাখো ওর মনে,গায় ।
বাবুল আচার্যী 26/03/2017