সন্ধ্যার এই অবেলায় আকাশের তারা গুলি ,
অবাধ অন্ধকারে ডোবা, নির্বাক ভাষা, বুলি ।
চোখ বুজে ঘুমোয় যদি শূণ্যের আগারে ,
বিরহ পচন ব্যাথা সব, যাবে কার দ্বারে ?
একটু সরল হাসি আর একটু শীতল হাওয়া ,
যেটুকু মনের বাঁধনে জুড়ে, তাই হবে পাওয়া ।
নদীর তটে র সরল সবুজ আদ্র ঘাস ,
রইবে না ঐ রঙে চিরদিন বারোমাস।
ঝর্নার মধুর রাগিণীর জলধারা তুমি,
বহ যদি উপকূলে,হবে মন উর্বর ভূমি ।
আমার যেটুকু আছে হতে আরো নিঃশেষ;
তুমি আছো বলে সাথী আমি অতি বিশেষ ।
আঁধার জেনেছে আঁধারের নেই কোন ছায়া,
সকলি অদৃশ্য তত্ত্ব ,এ সুন্দর শোভনা কায়া।
বেঁধেছে তাই প্রণয় ডোরে,বধূকে বরের প্রতি ;
জীবন জীবনের প্রতি, সেজে কাম কভু রতি _
চোখে চোখে কথা বলি, বাতাসে কম্পন হয়,
কে সেই কামিনী কাঞ্চন সুধারসে জেগে রয়।
লাজে মরে যায়, ভোরের চাঁদের আঁখি দুটি ,
ডাগর চোখে আমায় কর তুমি কেন ভ্রুকুটি ?
দুজনার মিলে, মনের আছে যে দু বিঘা জমি;
চাষাবাদে রইবে সবুজ, জীবনের এই পটভূমি ।
বাবুল আচার্যী 7/02/2017